বরখাস্তের পর রুশ পরিবহন মন্ত্রীর আত্মহত্যা

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী ও কুরস্ক অঞ্চলের সাবেক গভর্নর রোমান স্তারোভইত সোমবার আত্মহত্যা করেছেন, এর কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করেন। তার মৃতদেহ মস্কোর উপকণ্ঠ ওদিনৎসোভো অঞ্চলে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়, যেখানে বন্দুকের গুলির চিহ্ন ছিল। খবর বাংলানিউজের।

রাশিয়ার তদন্ত সংস্থা জানিয়েছে, এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে, যদিও তদন্ত এখনো চলছে। রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্তারোভইতের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা চলছিল। অভিযোগ রয়েছে, তিনি কুরস্ক অঞ্চলে প্রতিরক্ষা নির্মাণ প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। ওই একই মামলায় তার পূর্বসূরি আলেঙেই স্মিরনোভ চলতি বছরের এপ্রিল মাসে গ্রেপ্তার হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.২৫ কোটি টাকা