বরখাঁন পাড়া শান্তি উন্নয়ন কমিটির ত্রিবার্ষিক নির্বাচন

নাহিদ সভাপতি, হায়দার সা. সম্পাদক

| শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ডের বন্দর থানার অন্তর্গত বরখাঁন পাড়ার শান্তি উন্নয়ন কমিটির প্রথমবারের মত ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদে ৩১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাহিদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোফাজ্জল হায়দার। সহ-সভাপতি পদে মো. সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বখতিয়ার হিরু, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, সহ-সাংগঠনিক মো. সাদ্দাম, অর্থ সম্পাদক মো. সৈকত, সহ-অর্থ সম্পাদক গোলাম কাদের রিপন, সমাজ কল্যাণ সম্পাদক নুরু উদ্দিন রিমন, প্রচার ও দপ্তর সম্পাদক সাজিদ হাসান উজ্জীবন, সহ-প্রচার ও দপ্তর সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক আলী আকবর রিপন এবং আপ্যায়ন সম্পাদক পদে মো. শাহিন নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শামসুল আলম, যুগ্ম সহকারী কমিশনার ছিলেন মো. জাহাঙ্গীর আলম। কমিশনার ছিলেন মো. জসীম উদ্দীন, মো. লিয়াকত আলী, মো. ইসমাইল, মো. তাজ উদ্দীন ও মো. চাঁনমিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মোস্তফার (দ.) বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারীদের স্বরূপ উন্মোচন ও শাস্তির দাবি