দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এছাড়াও উপজেলার আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে অভিযান করা হয়। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের অনুপস্থিতি ও অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা বুধবার সকাল থেকে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করি এবং এখানে অনিয়মের কিছু সত্যতা পেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, কর্মকর্তাদের অনুপস্থিতি, স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দ্রুত এ সকল অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জিকু শীল জানান, দুদকের পক্ষ থেকে একটি টিম সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিয়েছে। আমরা সবকিছু উপস্থাপন করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে। এসব বিষয় নিয়ে দুদককে জানানো হয়েছে।












