চন্দনাইশের বরকল ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৯ ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সেলিম উদ্দিন খাঁন, এসআই মোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক পিকলু দাশ গুপ্ত, মিন্টু কুমার দাশ, মো. মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি, ছিনতাই, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ এখন জনগণের আরো কাছে এসেছে। সুতরাং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের সেবা দিতে প্রস্তুত।