বরকলে বিজিবির গুলি উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলায় ৪৫ বিজিবি ও ৭ আনসার ব্যাটালিয়নের অভিযানে ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালী খোসা উদ্ধারের তথ্য দিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বরকল ৪৫ বিজিবি ব্যাটালিয়ন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সমপ্রীতি বজায় রাখতে কাজ করছে। গত ১২ মার্চ (বুধবার) বরকল উপজেলার রূপবান পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএএস নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পাহাড়িরা আতঙ্কিত হয়ে পড়ে। পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং আতঙ্ক দূর করার লক্ষ্যে বিজিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় ১৩ মার্চ (বৃহস্পতিবার) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজাছড়া ও রূপবান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালী খোসা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমুহাম্মদ আবু জাফর ফারুকী
পরবর্তী নিবন্ধদখল দূষণ ও ভরাটে বিপন্ন কোহেলিয়া নদী