বরকলে একেএম নাজিম উদ্দিন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মরহুম এ কে এম নাজিম উদ্দিন স্মৃতি রাত্রীকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ১৭ এপ্রিল রাতে বরকল এস জেড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় চন্দনাইশের বাইনজুরী বয়েজ ক্লাব ৩০ গোলে সাতকানিয়ার উত্তর ব্রাহ্মণডেঙ্গা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্‌বায়ক মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন নাজিম উদ্দিনের সুযোগ্য সন্তান এ কে এম নাফিজ উদ্দিন, বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী ফুটবল টিমের অধিনায়ক সোহেল, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মোহাম্মদ আবু তাহের, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্‌বায়ক সৈয়দ জামিল উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। একই রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চন্দনাইশ ফুটবল ক্লাবকে ১০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয় ও বরকল ইয়াং সোসাইটি।

পূর্ববর্তী নিবন্ধইন্ডিপেনডেন্স স্পোর্টস কার্নিভা্যাল পুলে চ্যাম্পিয়ন আয়াজ
পরবর্তী নিবন্ধশ্রীলংকার কাছে তিন দিনেই হারল আয়ারল্যান্ড