বরকলে অগ্নিদুর্গতদের খাদ্য ও সেনিটারি সামগ্রী প্রদান

| শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার বরকল এলাকায় গাজী বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও সেনিটারি সামগ্রী প্রদান করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ। তিনি গত বৃহস্পতিবার সকালে উপজেলার বরকল এলাকায় অগ্নিদুর্গত ঘরবাড়ি পরিদর্শন শেষে সহায়তা প্রদানের পাশাপাশি ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকারও আশ্বাস প্রদান করেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাড. নজরুল ইসলাম সেন্টু, শাহাদাত হোসাইন মানিক, মোহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আমির হোসেন চৌধুরী, এহেসান হাবীব, মহিম মোহাম্মদ ইদ্রিস মিয়া, মোহাম্মদ তৈয়ব আরী, মুহাম্মদ সমশু মিয়া, মোহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাল নয়, আবর্জনার ভাগাড়
পরবর্তী নিবন্ধইউপি সদস্য হারুনুর রশীদ