বরইছড়ি ফুটবল একাডেমি লিগে মোহামেডান চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:০৮ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি ফুটবল একাডেমি আয়োজিত ঘরোয়া ফুটবল লিগের ফাইনাল খেলা গত শনিবার বরইছড়ি কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ২০ গোলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে এ খেলা গোলশুন্য ড্র ছিল। পরে ফলাফল নির্ধারণের জন্য খেলা টাইব্রেকারে গড়ায়। কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলেল খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধভুটানকে হারিয়ে ফুটসালে জয় পেল বাংলাদেশ