বরইছড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভলিবল প্রশিক্ষণ উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ভলিবল প্রশিক্ষণ কোর্স’ উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন ভলিবল প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। এসময় স্থানীয় ক্রীড়ামুদি যুবকরা উপস্থিত ছিলেন। ভলিবল প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করে মোঃ দিলদার হোসেন বলেন, যুবকদের খেলাধুলার মধ্যে রাখার লক্ষ্যকে সামনে রেখে এই ভলিবল প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হলো। প্রতিদিন বিকালে বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবকদের অংশ গ্রহণে ভলিবল খেলা হবে। তিনি বলেন, ভলিবল একটি জনপ্রিয় খেলা হলেও অনেক স্থানেই এখন এই খেলা অনুষ্ঠিত হয়না। একসময় কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ করে চন্দ্রঘোনায় নিয়মিত ভলিবল খেলা হতো। ভলিবল টুর্ণামেন্টও অনুষ্ঠিত হয়েছিল। ভলিবল খেলায় যুবকদের উদ্বুদ্ধ করতে এই ভলিবল প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। তিনি বলেন শুধু ভলিবল নয় যুবকদের অংশ গ্রহণে কাপ্তাই উপজেলায় অন্যান্য খেলাধুলারও আয়োজন করা হবে। এ ব্যাপারে ক্রীড়ামোদিদের আন্তরিক সহযোগিতাও তিনি প্রত্যাশা করেন।

পূর্ববর্তী নিবন্ধইনজুরিতে বিপিএল শেষ রাকিম কর্নওয়ালের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন