চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফএ–মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে গতকাল মঙ্গলবার চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি, চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি এবং শিকলবাহা স্পোর্টস একাডেমি জয়লাভ করে। এদিন সকালে দুটি এবং বিকেলে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি ৩–০ গোলে নেমা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আজাদ আলী ২টি এবং মো. সোহেল ১ টি গোল করে। সকাল ১০টায় দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি ৪–১ গোলে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি পক্ষে মো, নিজাম উদ্দিন, উজর বিন আসিফ, মিনহাজ সরকার মাহিন এবং মো. সজিব প্রত্যেকেই ১টি করে গোল দেয়। মোহরা ফুটবল একাডেমির পক্ষে ১টি গোল করে রাহুল বড়ুয়া।
বিকেলে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি ২–০ গোলে ‘এ’ প্লাস ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে সোয়াদ বিন আজহার এবং অতনু বড়ুয়া প্রত্যেকেই ১টি গোল করে। দিনের চতুর্থ খেলায় শিকলবাহা স্পোর্টস একাডেমি ১–০ গোলে বড় উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলদাতা সাইমুর রহমান রবি। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে সন্ধান ফুটবল একাডেমি বনাম ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি (বিকাল ৩টা) এবং আনোয়ারা ফুটবল একাডেমি বনাম পাঠানটুলী ফুটবল একাডেমি(বিকাল–৪টা)।