বমির কথা বলে নেমে ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে চম্পট

বহদ্দারহাট বাস টার্মিনালে টেক্সিতে যাত্রীবেশে ছিনতাইকারী

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় সিএনজি টেক্সিতে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা অভিনব কায়দায় এক ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আনিছুল ইসলাম মোবাইলে আর্থিক সেবাদাতা একটি প্রতিষ্ঠানের এজেন্ট। গত শনিবার রাতে ছিনতাইয়ের শিকার হলেও গতকাল রোববার চান্দগাঁও থানায় মামলা করেন তিনি।

জানা গেছে, শনিবার রাতে দোকান বন্ধ করে চান্দগাঁও নিজের বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে গাড়ির জন্য দাঁড়ান আনিছুল। এ সময় একজন সিএনজি টেক্সি চালক চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। সিএনজিটির পেছনের সিটে দুজন, চালক ও তার পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে উঠেন আনিছুল। বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে পৌঁছুলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় নির্জনে গিয়ে চালক গাড়ি থামান। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী টেক্সি থেকে নামেন। তখন আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত টেক্সিতে করে চলে যান তারা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির সাবাদিকদের বলেন, আমরা যাচাই বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধসংসদ নির্বাচন আগাম প্রচার বন্ধের নির্দেশ ইসির
পরবর্তী নিবন্ধপাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি রীতিমত অবান্তর : চবি উপ-উপাচার্য শামীম