বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ববিতা বড়ুয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ আদেশ দেন। এর আগে নগরীর কোতোয়ালি থানা পুলিশ ববিতা বড়ুয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চেক প্রতারণার দায়ে ববিতা বড়ুয়ার বিরুদ্ধে পৃথক তিনটি সাজা পরোয়ানা ইস্যু হয়। যেটি আমাদের কাছে আসে। আমরা উক্ত সাজা পরোয়ানায় সোমবার সকালে তাকে গ্রেপ্তার করি এবং আদালতে পাঠায়।
চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের পেশকার মো. মোরশেদ আজাদীকে বলেন, ২০১৯ সালের ২৬ নভেম্বর রুপম বড়ুয়া নামের লোহাগাড়া উপজেলার কলাউজানের একজন বাসিন্দা ববিতা বড়ুয়ার নামে ৬ লাখ টাকার একটি চেক প্রতারণার মামলা (মামলা নম্বর ৩২/৭৯/২০) করেন। মামলার এজহারে লোহাগাড়ার পাশাপাশি নগরীর কাজীর দেউড়ির খালেদ রোডকে ববিতা বড়ুয়ার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের ৯ জানুয়ারি এ মামলায় আদালত রায় ঘোষণা করেন। রায়ে ৬ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৯ মাসের সাজা দেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্র জানায়, চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ ববিতা বড়ুয়ার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন।