বন বিভাগের চিকিৎসায় সুস্থ হয়ে বনে ফিরল হাতি

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

একটি পূর্ণ বয়স্ক বন্য হাতি গত কয়েক দিন ধরে কাপ্তাই প্রজেক্টে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র এলাকার আশপাশে অবস্থান করছিল। হাতিটি কোন খাবার খাচ্ছিল না এবং খুব বেশি চলাফেরাও করছিল না। তবে হাতিটিকে দেখে সাধারণ মানুষ ভয় পাচ্ছিল। পরে স্থানীয়রা বন বিভাগে খবর দিলে কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে এসে হাতিটিকে পর্যবেক্ষণ করেন এবং হাতিটি সুস্থ নয় বলে জানান। বন্য হাতিটির বয়স আনুমানিক ৩০ বছর। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও হাতিটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ওয়াইল্ড লাইফের চিকিৎসকদের খবর দেন। ৩ সদস্যের ভেটেনারি চিকিৎসক এবং বন বিভাগ যৌথভাবে অসুস্থ হাতিটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বন্য হাতিটি উঁচু কোন পাহাড় থেকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিল। তবে আঘাত দেখা যাচ্ছিল না। অসুস্থতার কারণে হাতিটি খাবারও খাচ্ছিল না। টানা কয়েক দিন খাবার না খাওয়ায় হাতিটি দুর্বল হয়ে পড়ে। চিকিৎসকরা বিভিন্ন কৌশলে বন্য হাতিটিকে ঔষধ সেবন করায় এবং শরীরে ব্যথানাশক ইনজেকশন পুশ করে। খাবার ও যথাযথ সেবা পেয়ে বন্য হাতিটি সুস্থ হয়ে উঠে এবং দলের সাথে মিশে আবার গভীর বন জঙ্গলে ফিরে যায়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. ওমর ফারুক স্বাধীন জানান, কয়েক দিনের চেষ্টায় অসুস্থ হাতিটি সুস্থ হয়ে ওঠে। সম্পূর্ণ সুস্থ হয়ে হাতিটি অন্যান্য বন্য হাতির সাথে মিশে দলবদ্ধ হয়ে গভীর জঙ্গলে চলে যায়।

পূর্ববর্তী নিবন্ধউদ্ধার ২১টি মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করল ৯ এপিবিএন সাইবার টিম
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে বাসমতি রেস্টুরেন্ট উদ্বোধন