কক্সবাজারের চকরিয়ায় এবার প্রকাশ্যে কেটে ফেলা হয়েছে একটি শতবর্ষী গর্জন গাছ তথা মাদার ট্রি। বনের যে স্থান থেকে এই গাছটি কাটা হয়েছে এর মাত্র ৩০০ গজের মধ্যেই রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। ঘটনাটি ঘটেছে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ডুলাহাজারা বনবিটের সংরক্ষিত বনের মালুমঘাট হাসিনা পাড়া এলাকায়।
সরেজমিন দেখা গেছে, মালুমঘাটের হাসিনা পাড়া সংলগ্ন রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের শতবর্ষী গর্জন বাগান সমৃদ্ধ সংরক্ষিত বনের বিপুল পরিমাণ জায়গা বেদখল হয়ে সেখানে অবৈধভাবে বসতি স্থাপন করা হয়েছে। সেই সুযোগে চোরের দল শনিবার ভোরে একটি গর্জন গাছ কেটে মাটিতে ফেলে দেয়। এরপর সুযোগ বুঝে টুকরো করে পাচারের চেষ্টাকালে খবর
পায় বনবিভাগ। তখনই কাটা গাছটি জব্দ করতে তোড়জোড় শুরু করে বনবিভাগ।
স্থানীয়দের অভিযোগ, বনের গাছ চোরের সঙ্গে সখ্য রয়েছে ডুলাহাজারা বনবিট কর্মকর্তাসহ ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা–কর্মচারীদের। এ কারণে প্রকাশ্যে রেঞ্জ কার্যালয় থেকে মাত্র ৩০০ গজ অদূরের গর্জন গাছটি কাটতে সাহস করেছে তারা। তবে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো. মিজানুর রহমান দাবি করেছেন, গাছটি কেটে ফেলার খবর পাওয়া মাত্রই জব্দ করেছেন। তবে এখনো গাছটি বিট কার্যালয়ে নিতে পারেননি শ্রমিকের অভাবে। যারা গাছটি কেটেছে তাদের শনাক্ত করার কাজ চলছে। কোনো গাছ চোরের সঙ্গে বনবিভাগের কর্মকর্তা–কর্মচারীর আঁতাত নেই বলেও দাবি এই বিট কর্মকর্তার।