রাঙ্গুনিয়া থেকে জব্দ করা বন্য খরগোশ চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়ন থেকে খরগোশটি উদ্ধার করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম বিকেলের দিকে নিজে গিয়ে বন্য খরগোশটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, ‘পাহাড়ী এলাকা থেকে বন্য খরগোশ ধরে এনে বাজারে বিক্রি করছিল দুই শিশু। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে প্রশাসন খরগোশটি উদ্ধার করে চিড়িয়াখানায় হস্তান্তর করেন। ইউনিয়নের পাহাড়ী এলাকা সরফভাটা আশ্রয়ণ প্রকল্প থেকে দুইজন স্কুল ছাত্র (শিশু) মাটি খুঁড়ে একটি গর্ত থেকে দুইটি পাহাড়ী খরগোশ ধরে। একটি খরগোশ পালিয়ে যায়। পরে অন্যটি বাজারে বিক্রি করতে আনলে কৌশলে খরগোশটি উদ্ধার করা হয়। খরগোশটি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম জব্দ করে নিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ‘এক কেজি চারশ গ্রাম ওজনের বন্য খরগোশটি জব্দ করে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।