বন্যা দুর্গতদের ত্রাণ ও চিকিৎসা সেবা দিল শাহ এমদাদীয়া

| বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় বন্যা দুর্গতদের চিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) এর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেম ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর নির্দেশনায় সোমবার (২৬ আগস্ট) ফটিকছড়ির সুয়াবিল বৈদ্যেরহাট এলাকায় চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় অসুস্থ রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) বিভিন্ন শাখার সদস্যরা সংগঠনের উদ্যোগে খাদ্য সহযোগিতা নিয়ে বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধতামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভা
পরবর্তী নিবন্ধবন্যার্তদের মাঝে জেএসইউএস’র ত্রাণ বিতরণ