গাউসিয়া কমিটি বাংলাদেশ
দক্ষিণ চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় বিতরণের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রদত্ত উপহারের চাল হস্তান্তর করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারসহ কেন্দ্রীয় ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ। গতকাল সাতকানিয়া ও চন্দনাইশের মোট পাঁচশত পরিবারের হাতে সংগঠনের ইউনিয়ন প্রতিনিধির মাধ্যমে এই উপহার পৌঁছে দেওয়া হয়। দক্ষিণ হাকিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া নজিরিয়া মাদরাসা চত্বরে ত্রাণ বিতরণের সময় পেয়ার মোহাম্মদ বলেন, যে কোন দূর্যোগ পরিস্থিতিকে গাউসিয়া কমিটি মানুষের পাশে থাকে। ইতিমধ্যে দক্ষিণ চট্টগ্রামের অধিকাংশ বন্যা কবলিত জায়গায় আমার স্থানিয় নেতৃবৃন্দের সহায়তায় ত্রান পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরিশেষে তিনি সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় কে অসংখ্য ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার, মাহবুব খাঁন, দক্ষিণ জেলা সভাপতি কমর উদ্দিন সবুর, হাবিবুল্লাহ, শেখ সালাহউদ্দিন, মোজাফফর আহমদ, মোহাম্মদ শফি, সাইফুল আলম, চন্দনাইশের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, এডভোকেট মুজাম্মেল হক ফারুকী, শরফুদ্দিন কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উত্তর মাদার্শা
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরখান গতকাল শনিবার হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা ইউনিয়নস্থ মাছুয়াঘোনা, রেসাঙ্গিয়াঘোনা ও রহমতঘোনা এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম, রফিক কন্ট্রাক্টর, এরশাদ উল্লাহ চৌধুরী মুন্না, খোরশেদ আজিজ, প্রফেসর ইকবাল, মুজিবুদ্দৌলা চৌধুরী দৌলত, আবু তাহের, আজম মুনির, আব্দুল আল মামুন, তারেক আজিজ, ইমরান, জিয়াউর রহমান, লোকমান, এম এ মনসুর, রফিক, মিজান, আলাউদ্দিন জিকু ফয়সাল, আলী হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরখান বলেন আওয়ামী লীগ জনগণের দল। এ দল সুখে–দুঃখে সবসময় জনগণের পাশে থাকে।
বোয়ালখালী উপজেলা যুবলীগ
বোয়ালখালী উপজেলা যুবলীগের পক্ষ থেকে সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ১৮ আগস্ট বিকেলে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবির।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলমের উদ্যোগে সম্প্রতি ভারী বর্ষণ ও জোয়ারের কারণে পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৬ আগস্ট ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু ছৈয়দ, মোহাম্মদ সাইফুদ্দিন, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, আফজল খান মিন্টু, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ ইউনুস প্রমুখ।
গ্রামীণ কল্যাণের চিকিৎসা সেবা
সমপ্রতি টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা নিয়ে ছুটে গিয়েছে গ্রামীণ কল্যাণ চট্টগ্রাম অঞ্চলের সকল সহকর্মীবৃন্দ, ডাক্তার, স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সহকর্মীগণ। তারা প্রত্যেন্ত অঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য নিত্যদিন নিরলস পরিশ্রম করেছেন। গ্রামীণ কল্যাণ জোবরা অঞ্চল চট্টগ্রাম জেলার চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াতে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদানের কর্মসূচি গ্রহণ করে। ইতিমধ্যে গ্রামীণ কল্যাণের পক্ষ হতে সাতকানিয়া, চন্দনাইশ এবং হাটহাজারী উপজেলায় মেডিকেল টিমের মাধ্যমে ১৫০০ জন পরিবারের মাঝে শুকনো খাবার এবং ৩৫০ জনকে ডাক্তারের সমন্বয়ে টিম গঠন করে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ৮০০ জনকে রান্না করা পুষ্টিকর খিচুড়ি প্রদান করা হয়েছে।
লোহাগাড়া সমিতি–চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও নগদ অর্থ দিল লোহাগাড়া সমিতি–চট্টগ্রাম। গত শুক্রবার উপজেলার আমিরাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে ত্রাণ বিতরণ বাস্তবায়ন উপ–কমিটির আহবায়ক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন সভাপতিত্ব করেন। সমিতির অর্থ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইদ্রিস মিয়া, মোস্তাক আহমদ চৌধুরী, ফজল আহমদ হারুন, ডা. মো. শাহ আলম, আবু তালেব, ইস্কান্দর মির্জা, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, তৌহিদুল ইসলাম চৌধুরী, মো. সাহাব উদ্দিন, ফৌজুল কবির ফজলু, আরফাত হোসেন বিপ্লব, মো. ইসমাইল, কাজী আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন মিনহাজ, মো. আবু তাহের প্রমুখ। এতে বন্যায় নিহত আবদুল মাবুদ, আশরাফ মিয়া ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুনায়েদুল ইসলাম জারিফ ও শাকিবের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
বাঁশখালী শেখেরখীল
বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নবাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন। গত ১৯ আগস্ট দক্ষিণ শেখেরখীলস্থ লালজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত–হতদরিদ্র পরিবারের মাঝে এসব ত্রাণ তুলে দেন এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ডা. সাইফুল আমিন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, নবী হোসেন, তৌহিদুল ইসলাম, খোরশেদ আলম, শফিকুর রহমান, গোলাম আজম, আহমেদ হোসেন, ইসহাক, নুরুল হোসেন প্রমুখ।