বন্যা কবলিতদের পাশে দাঁড়ান

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে আসা পানিতে ভরে গেছে দেশের অনেক নদীখাল। কুমিল্লা, সিলেট, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িসহ প্রায় ৮টি জেলার লাখো মানুষ ইতোমধ্যে পানিবন্দি হয়েছে। নদনদীর পানি বিপদ সীমা অতিক্রম করার ফলে সেখানকার ফসল ডুবে নষ্ট হয়েছে। গবাদিপশু, ঘরবাড়ি, মাছের খামার সব তলিয়ে গেছে পানিতে। আকস্মিক এই পরিস্থিতির কারণে বেশিরভাগ মানুষই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে সরাতে পারেনি। এমতাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার সাধারণ খেটে খাওয়া মানুষজন। বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। বেসরকারিভাবেও বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনগুলো নেমেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে। চলমান বন্যা পরিস্থিতিতে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব বন্যার্ত মানুষের সহযোগিতা করুন। তাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করুন, পাশাপাশি তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার আহবান করছি।

ইমরান খান রাজ

দোহার, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধআবু জাফর শামসুদ্দীন : সাংবাদিক ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধ‘আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক’