বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পরিবেশবান্ধব সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গত ১৫ সেপ্টেম্বর চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন মীরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমে বনজ, ফলদ ওষুধি চারা বিতরণ করা হয়। এতে এলাকার প্রায় শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার অংশগ্রহণ করে। প্রায় ১০০০ পরিবারের মাঝে চারা বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জেলা ইউনিটের সার্বিক সহয়তায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক, উচ্চমান সহকারী রফিকুল কাদের, বিদ্যালয়ের সভাপতি এমরান, প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, জাগ্রত ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, আজীবন সদস্য আফতাব উদ্দিন প্রমুখ। যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ পরবর্তী টেকসই জীবিকা সহায়তা প্রদান। এমন কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।