বন্যার সংগীত সম্ভার সংরক্ষণের উদ্যোগ

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া প্রায় পাঁচশ গানের অ্যালবাম সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বন্যার সংগীতকর্ম ছাড়াও তার জীবনী, দুর্লভ ছবি দিয়ে একটি ওয়েবসাইট সাজানো হচ্ছে, গত বছরের ডিসেম্বর থেকে সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ে দপ্তর বাংলাদেশ কপিরাইট অফিসের তত্ত্বাবধানে এ কর্মযজ্ঞ চলছে। খবর বিডিনিউজের।
কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান, এবারই প্রথম সরকারিভাবে কোনো শিল্পীর সংগীতকর্ম সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে অন্য আরও বরেণ্য শিল্পীর কাজ সংরক্ষণ করা হবে। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আমি তো সেটা (ভার্চুয়ালি গান সংরক্ষণ) বুঝি না, আবার পারিও না। আজকালকের ছেলেমেয়েরা যেভাবে প্রযুক্তি নিয়ে ধারণা রাখে, আমার সে রকম ধারণা নাই। সরকার এই দায়িত্ব নেওয়ায় আমার জন্য অনেক ভালো হয়েছে। এই যুগে এসে এটা না পারলেও পিছিয়ে যেতে হয়। আমাদের মত পুরানো শিল্পীদের গান সংরক্ষণে এটা খুব ভালো উদ্যোগ। জাফর রাজা চৌধুরী মাস দুয়েক আগে কপিরাইট অফিসের রেজিস্ট্রারের পদ থেকে অবসরে যাওয়ার পর সেই দায়িত্বে এসেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজরিফা শ্যামা। তিনি বলেন, নতুন দায়িত্ব নেওয়ায় ওই উদ্যোগের বিস্তারিত এখনও তার জানা হয়ে ওঠেনি।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখে এলো নতুন গান
পরবর্তী নিবন্ধঅ্যাভেঞ্জার্স ও বাহুবলী ছাড়িয়ে শীর্ষে কেজিএফ টু