বন্যার আপদই যেন গড়ে দিল সম্প্রীতির অনন্য নজির

নোমান বিন খুরশীদ | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৪:৪৭ পূর্বাহ্ণ

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে চট্টগ্রাম বিভাগের ফেনীকুমিল্লানোয়াখালীহাটহাজারীফটিকছড়ি। হঠাৎ এই বন্যায় ক্ষতি ও বিপদগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষের জীবন। এমন সংকটে ভালোবাসার পরশ নিয়ে জাতধর্মনির্বিশেষে সবশ্রেণির মানুষ দাঁড়িয়েছে বন্যার্তদের পাশে। বন্যার আপদই যেন গড়ে দিল সম্প্রীতির এক অনন্য নজির। প্রত্যক্ষ ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও নানাভাবে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন সবাই। এর পাশাপাশি এসব কার্যক্রমে সকলকে অকাতরে অর্থদান করছেন সব শ্রেণিপেশার মানুষ। দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে সংকট উত্তরণে এটি যেন জাতীয় ঐক্যের প্রতিফলন। এ পরিস্থিতি ঘিরে সব মানুষের সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে এটাই বাংলাদেশ নামক ভূখণ্ডের জাতিসত্তার পরিচয়। ভবিষ্যতে এমন মানবিক প্রচেষ্টা সবাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা সকলের।

পূর্ববর্তী নিবন্ধজীবনের আশা ছেড়েই দিয়েছিলাম
পরবর্তী নিবন্ধশিক্ষকদের অপমান করা প্রকৃত ছাত্রের পক্ষে সম্ভব না