বন্যার্ত মানুষের পাশে বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

| রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসক এবং চিকিৎসা সহায়তা নিয়ে একটি টিম বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। গতকাল শনিবার টিমটি বন্যা কবলিত চট্টগ্রামের পূর্বাঞ্চল এলাকা ফটিকছড়ি উপজেলার ভূজপুরস্থ জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা পরবর্তী অসুস্থ বাসিন্দাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের ৪টি বুথের মাধ্যমে বিভিন্ন প্রকারের সেবাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। এ সময় শত শত নারী, পুরুষ, শিশুসহ নানা শ্রেনী পেশার লোকজনকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে ক্যাম্পের বুথগুলি থেকে সেবা নিতে দেখা যায়। ক্যাম্পের বুথগুলিতে বিজিএমইএ হাসপাতালের ডাক্তার, নার্সসহ ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে সেবা প্রদান করেন।

বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম এবং সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী প্রতিক্রিয়ায় বলেন, বন্যায় চট্টগ্রামের পূর্বাঞ্চলও ক্ষতি সাধিত হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। মানুষকে ঘরবাড়ি ছেড়ে জীবন রক্ষায় আশ্রয় নিতে হয়েছে বিভিন্ন স্কুল, কলেজ ও আশ্রয় কেন্দ্রে। বিজিএমইএ সর্বদা দেশের মানুষের পাশে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়েতের কর্মীদের সমাজ গঠনের কাজে ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধদলের ভাবমূর্তি নষ্টকারীদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে