বন্যার্তদের মাঝে জেএসইউএস’র ত্রাণ বিতরণ

| বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলায় বন্যা দেখা দেয়ার সাথে সাথে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) নিজস্ব টিম কাজ শুরু করে। প্রাথমিক তালিকা নিরূপণ করার মাধ্যমে শুরুতেই পানিবন্দি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় জেএসইউএস গত ২৫ অগাস্ট ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

এই টিমে ছিলেন জেএসইউস মনোহরগঞ্জ ওওএসসি শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম সুপারভাইজার তামান্না আক্তার বৃষ্টি, বরুড়া উপজেলা ওওএসসি শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম সুপারভাইজার খেনি মারমা, আনজিরুল হক ফাহিম, মোস্তাফিজুর রহমান, শিক্ষক ইশরাত জাহান রিফা, হাফেজ ইসমাইল প্রমুখ।

এদিকে জেএসইউএসের অপর এক মেডিক্যাল টিম অচিরেই ফটিকছড়ি উপজেলার র্নির্দিষ্ট কয়েকটি ইউনিয়নে চিকিৎসা সহায়তার জন্য কাজ শুরু করার কথা রয়েছে। এছাড়া বন্যার্তদের জন্য অচিরেই জেএসইউএস দাতাসংস্থার সহায়তা সাপেক্ষে ব্যাপক আকারে কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করছে।

জেএসইউএস বন্যা ত্রাণ তৎপরতার বিষয়টিকে সার্বক্ষণিক মনিটরিং করছেন নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন ও ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন এবং সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সহকারী পরিচালক আরিফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যা দুর্গতদের ত্রাণ ও চিকিৎসা সেবা দিল শাহ এমদাদীয়া
পরবর্তী নিবন্ধদক্ষিণ রাউজানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশ