বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। সংগঠনের নেতাকর্মীরা তাদের মাঝে খাদ্যসামগ্রী, ওষুধ এবং পোশাক প্রদান করেন।
ফেইথ: সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফটিকছড়িবাসীর জন্য মাইজভাণ্ডারী শরীফ গাউসিয়া হক মঞ্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের পক্ষ হতে ফেইস ব্যবস্থায় উপহারসামগ্রী বিতরণ করা হলো ফটিকছড়িতে। এ সময় উপস্থিত ছিলেন যাকাত তহবিল কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, ফেইথ পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ সেলিম, সহসভাপতি ডা. মো. সামিয়ুল করিম চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মো. রাজু, মো. রুবেল প্রমুখ।
রজভীয়া নূরীয়া কমিটির: আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সভাপতি পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) নির্দেশনায় রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ২৮ আগস্ট বুধবার বিকেলে হাটহাজারী ও ফটিকছড়ি ভুজপুরের বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ বানভাসিদের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় নেতৃবৃন্দ বানভাসিদের সহযোগিতা করার জন্য দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। ত্রাণসামগ্রী বিতরণকালে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব, ভাইস চেয়ারমান মুহাম্মদ জাহেদুল হাসান রুবায়েত, মহাসচিব মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা মুহাম্মদ এনামুল হক, মাওলানা মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ আয়ুব তাহেরি, মাওলানা নাজিম উদ্দীন নুরী, মুহাম্মদ আমান উল্লাহ, এইচ. এম নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা ছালামত রেজা কাদেরী, হাফেজ মাওলানা আবু সালেহ সাফওয়ান নুরী, মুহাম্মদ জাকের হোসেন, মুহাম্মদ আরিফ মঈন উদ্দীন (মনির), মুহাম্মদ ওসমান গণি , মুহাম্মাদ জিয়াউদ্দিন বাবু, মুহাম্মদ আবু হানিফ, মুহাম্মদ ফোরকান, আরিফুল ইসলাম (হৃদয়), মুহাম্মদ কাইছার, মুহাম্মদ আনসার উদ্দীন, মুহাম্মদ জুয়েল উদ্দীন, মুহাম্মদ নাজমুল হায়দার, মুহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ আব্দুর রহিম, হাফেজ জাবেদ ইকবাল, সালাউদ্দিন, হাসিব, শিহাব প্রমুখ।
মইনীয়া যুব ফোরাম: মইনীয়া যুব ফোরামের উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান করা হয়। মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি শাহজাদা সৈয়দ মাসুক–এ–মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারীর নেতৃত্বে কয়েকটি টিমে ভাগ হয়ে এ কার্যক্রম পরিচালনা করেন। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইন, ঔষধ, স্যাভলন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, গ্যাস লাইটসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ। এসময় ফোরামের কার্যকরী সভাপতি শাহজাদা সৈয়দ মাসুক এ মইনুদ্দীন বলেন, বন্যার পরবর্তী পরিস্থিতিতে মানুষকে পূণর্বাসনের প্রয়োজন হবে, এবং পানিবাহিত বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেবে। এসময় মানুষের পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সবাইকে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এসময় তাঁর সাথে ছিলেন মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি হাবিবুর রহমান পায়েল, মো. আবুল কালাম, খলিফা ইকবাল কবির, মোহাম্মদ আরিফুর রহমান, ফরহাদ মুন্সি প্রমুখ।
মহানগর এলডিপি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহানগর শাখার উদ্যোগে গতকাল বুধবার বন্যা কবলিত এলাকায় ওষুধ সামগ্রী ও শুকনা খাবার প্রদানের জন্য এক প্রস্তুতি সভা অস্থায়ী কার্যালয়ে মহানগর এলডিপির আহবায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলমের সভাপতিত্বে ও কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ নুরুল আজগর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর এলডিপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবু জাফর, মো. একরামুল করিম ইমন, মো. জাহাঙ্গীর আলম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল মহানগরের সভাপতি বি এম সাইদুল হক, মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মো. হারুন হায়দার, আবুল কালাম আজাদ, আবদুল হালিম, আমান উল্লাহ আমান ও সদস্য মো. ইকবাল প্রমুখ।
গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড : ২৬ আগস্ট গাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ডের উদ্যোগে ফেনীসহ বিভিন্ন এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, পানি ও পোষাক বিতরণের জন্য গাউসিয়া কমিটি জামাল খান ওয়াডের্র স্বেচ্ছাসেবকদের নিকট হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ওয়ার্ড শাখার সভাপতি ইমরান হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ–সভাপতি মো. শাহ আলম, মোবারক হোসেন, কাজী সাজ্জাদ হোসেন, খাইরুল ইসলাম, আব্দুল হাকিম, সৈয়দ জুয়েল, মোহাম্মদ গোলাম কিবরিয়া জিলানী, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ মিজানুর রহমান রাব্বি নুর মুহাম্মদ সিদ্দিক নুর মুহাম্মদ সাইমন মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ মেহেদী মোহাম্মদ তোফাজ্জল প্রমুখ।
হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী পরিষদ : হাটহাজারী উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৬ আগস্ট উপজেলার ফরহাদাবাদ, ধলই, মেখল ও আশেপাশের বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন পরিষদ নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক শিক্ষক নেতা শিমুল মহাজন, প্রধান পৃষ্ঠপোষক আশীষ দে, মূখ্য সমন্বয়ক ডক্টর শিপক নাথ, ডা. অসীম দাশগুপ্ত, তপন পাল, বাবলু দাশ, টিটু তালুকদার, দীপন দাশ, নিকু শীল, রাজিব সরকার, অ্যাড. কৃষ্ণ প্রসাদ নাথ, রুদ্র আচার্য, বিধান বণিক, শংকর দাশ, বিশ্বজিৎ নাথ, গোপাল নাথ, গৌকুল মল্লিক, পরিমল নাথ, ইমন আচার্য, তুষার শীল, রুবেল শীল, মোহন শীল, তাপস দাস প্রমুখ।
কর্ণফুলী বিএনপি, যুবদল ও ছাত্রদল : বন্যায় ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরসহ বিভিন্ন জেলার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি মানুষের মাঝে আনোয়ারা কর্ণফুলী বাসীর পক্ষ থেকে ফেনীর জেলার দাগনভূঞা উপজেলার সত্যপুর রাজাপুর সিন্দুরসহ বিভিন্ন এলাকায় সহস্রাধিক পরিবারকে বিভিন্ন ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার এসব ত্রাণ বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়। দক্ষিণ জেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাকের ব্যবস্থাপনায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণ করেন মাহমুদুর রহমান মান্না, দেলোয়ার হোসেন বাহার, মো. সেলিম, ওমর ফারুক, জামাল উদ্দিন, আবু বক্কর, তৈয়ব আলী, আব্দুল হামিদ তালুকদার, আশফাক উদ্দিন হিরো, মো. জসিম উদ্দিন, আরিফুল ইসলাম রনি, আব্দুর রহিম, মো. শাহিন, মো. মামুন, মো. ফরহাদ উদ্দিন, নূর হোসেন, সাকিব সাইমন, মো. আমিন, মো. শাহেদ, মোঃ আলাউদ্দিন, মো. ইসকান্দার, মো. হারুন, মোহাম্মদ তুষার, মো. ইমন প্রমুখ।
ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের বাঁচাতে সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে এসেছেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দীন সিকদার। বন্যার্তদের জন্য রান্না করা খাবারের পাশাপাশি ওষুধসহ শুকনা খাবার প্রদান করেছেন তিনি। এছাড়াও তিনি বন্যার্তদের সহায়তায় স্থানীয় গাউসিয়া কমিটি ভূজপুর শাখাকে অনুদান দেন। তার পক্ষে গাউসিয়া কমিটির একটি টিম এসব খাবার পৌঁছে দেন বন্যার্তদের মাঝে।টিমের সমন্বয়ক সাজ্জাদ সিকদার, আরমান আহমেদ ও মাসুদ সিকদারের তত্ববধানে বন্যা কবলিত এলাকায় ৪দিন উদ্ধার কাজ হতে শুরু করে বর্তমানেও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। টিমের অন্যান্য সদস্যরা হলেন এরশাদ সিকদার, ইমন সিকদার, জয় চক্রবর্তী, সাইমন আহমেদ, জিদান সিকদার, বাবলু নাথ, সঞ্জয় নাথ, মুরশেদ সিকদার, ইমরান ফরহাদ, সিরাজুল ইসলাম, রুবেল, রাহাত, আব্দুর রাজ্জাক, সাম্রাট, শাকিল, আজম, সাহেদ সিকদার, ইসমাইল, ইলিয়াছ, রিফন, আবু জুনায়েদ, রিপাত, তামিম, জিসান সিকদার, নিসান সিকদার, সাম্রাট, রিফাত, বিজয় দত্ত, সাহেদুল ইসলাম সাহিন, মুরাদুল ইসলাম, সাইফুল ইসলাম, ডিসান, ফারহান জিয়া, জিপাদুল ইসলাম,বাবু প্রমুখ।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন : গত ২৬ আগস্ট ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায়, সহ–অধিনায়ক (পুলিশ সুপার) দীপক জ্যোতি খীসার তত্ত্বাবধানে চলমান দুর্যোগময় বন্যাকবলিত এলাকা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার প্রত্যন্ত এলাকায় খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এসময় অন্যান্য সাহায্যকারী অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
শামসেদ নোমান ফাউন্ডেশন : শামসেদ নোমান ফাউন্ডেশনের উদ্যোগে ২৪ আগস্ট ফেনী লালপোল কালিদহ ৩নং ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযান পরিচালনা করেন অ্যাড. শাহনেওয়াজ আহম্মেদ (শুভ), শামিম আহম্মেদ, শাকিল আহমদ, রাজ্জাক প্রমুখ।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার জেলা প্রশাসনের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী কমলছড়ি, পেরাছড়া, ভাইবোনছড়া ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরন করা হয়। এতে প্রায় ১৮ শ পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাইমা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের টেক অফিসাররা উপস্থিত ছিলেন।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড : কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, নুরুল আলম জুয়েল, আবু তাহের ও আসিফ ইকবাল প্রমুখ।
গর্জনীয়া গফুর শাহ স্মৃতি সংসদ : বন্যার্তদের মাঝে সহয়তার হাত বাড়িয়ে দিলেন রাউজানের গর্জনীয়া গফুর শাহ (রহ) স্মৃতি সংসদ। গত শনিবার ফটিকছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকায় এ ত্রান সহয়তা প্রদান করেন সামাজিক এ সংগঠনটি। এলাকার প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪শ পরিবারের জন্য ত্রানসামগ্রী বন্যাকবলিত এলাকায় নিয়ে যান সংগঠনের কর্মকর্তারা। এ সময় সংগঠনের সভাপতি সৈয়দ আহমদ রেজা, সাধারন সম্পাদক মুহাম্মদ রাশেদ রেজা, মওলানা মুহাম্মদ মিনহাজ , মুহাম্মদ এজাজ, মুহাম্মদ এমরান, মুহাম্মদ ইফতেখার হোসেন, মুহাম্মদ মনির, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ হেলাল, জিয়াউল কাদের আলিফ, ওসমান, সাজেদ প্রমুখ।