বন্যার্তদের পাশে দাঁড়ান

মো. শাকিল আহমাদ | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা। অধিকাংশ রাস্তাঘাট, ফসলি জমি ও বসতভিটা তলিয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফলে শিশুসহ বয়স্ক নারীপুরুষ, আসবাবপত্র, গবাদিপশু ইত্যাদি নিয়ে চরম বিপাকে পড়েছে বন্যায় কবলিত এলাকার মানুষ। ইতিমধ্যে অনেক জায়গায় বিদ্যুৎসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশুদ্ধ পানি, খাবার ও চিকিৎসার চরম পর্যায়ে অভাব দেখা দিয়েছে। ফলে এসব অঞ্চলের কৃষক, শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এক দুর্বিষহ অবস্থায় জীবন পার করছে। এমতাবস্থায়, বন্যায় কবলিত মানুষের জানমাল রক্ষার্থে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানসহ সকলস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্‌বান করছি। আসুন, মানবিক এই বিপর্যয়ে যে যেভাবে পারি, সহযোগিতার হাত বাড়িয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই।

পূর্ববর্তী নিবন্ধছাত্র ছাত্রী কর্তৃক শিক্ষকদের অপমান ও অপসারণ রোধ করা হোক
পরবর্তী নিবন্ধহে মাঝি