ফেনী, মীরসরাই, খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, কক্সবাজারসহ দেশের নানা জায়গায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ অসহায় বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে আহলে সুন্নাত ওয়াল জমাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী ও মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, সারা দেশের বিভিন্ন জেলা–উপজেলায় আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ আজ কষ্ট পাচ্ছে। আহলে সুন্নাত নেতৃবৃন্দ ছাত্র জনতাকে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বন্যায় বিধ্বস্ত রাস্তাঘাট দ্রুত নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো নতুনভাবে তৈরি করে দিতে সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।