বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার সময় মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ। ৮ দিন হাসপাতালে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন চবির এই শিক্ষার্থী।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় ফাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার। ফাহিম চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
এর আগে ২৭ আগস্ট ভোরে চবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফাহিম আহমাদ পলাশ। এ ঘটনায় ১২ জন আহত হন। দুইজন গুরুতর আহত হয়।
ফাহিমের সহপাঠী আশিক সরকার বলেন, পলাশ গত এক সপ্তাহ যাবৎ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টা ২০ মিনিটে মারা যান তিনি।