বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতী বলেন, দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় মানুষের হাহাকার চলছে। অনেকে বাড়ি ঘর হারিয়েছে, ফসলী জমি নষ্ট হয়েছে অনেকের। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য, বন্যার্তদের জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। তৃণমূল বর্ধিত সভা সফলকল্পে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার যৌথ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার পটিয়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, অর্থ সম্পাদক কাজী শাকের আহমদ চৌধুরী, যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুন উদ্দীন সিদ্দিকী, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি, সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর উদ্দীন, পটিয়া পৌরসভা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক কাজী আবু বকর ছিদ্দিক, পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সহ সভাপতি মফিজুর রহমান, আনোয়ারা উপজেলা পশ্চিমের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তৈয়বী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।