বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, চট্টগ্রাম ফেনীসহ দেশের পূর্বাঞ্চল বন্যায় প্লাবিত। ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও এখনো লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। বন্যাকবলিত এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে এখন নিদারুণ কষ্টে আছে। তারা মানবেতর জীবন যাপন করছে। এখন দেখা দিচ্ছে রোগব্যাধি। ডায়রিয়া, চর্মরোগসহ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে বন্যার্ত এলাকার মানুষ। চারদিক এখনো পানিতে তলিয়ে থাকায় বন্ধ আছে অনেক কমিউনিটি ক্লিনিক। পর্যাপ্ত ওষুধপত্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই এই মুহূর্তে বন্যার্তদের বেশি প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসাসেবা। বিএনপির পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তাও করে যাচ্ছি। বন্যার্তদের যতদিন প্রয়োজন আমরা সাহায্য করে যাবো।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আড্ডাবাড়ি এবং ৩ নম্বর ওয়ার্ডের কামাল হাজারী সড়ক এলাকায় বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
শামীম বলেন, বন্যায় দেশের মানুষের জানমাল ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে বিএনপিসহ সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমানের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত ৯ দিন ধরে বিভিন্ন টিম করে সাহায্য সহযোগিতা করছে। ত্রাণ ও খাদ্য সামগ্রী বিভিন্ন প্যাকেট করে বন্যা কবলিত অঞ্চলে পাঠিয়ে দিচ্ছে। তিনি সমাজের বিত্তশালী ও বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌরসভার আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া।