সিকিমে ভ্রমণে গিয়ে ঘুরতে না পেরে আতঙ্ক নিয়ে বাড়ি ফিরলেন বহু পর্যটক। কলকাতাসহ রাজ্যের নানা প্রান্ত থেকে অনেক পর্যটকই উত্তর সিকিমের সেই দুর্ঘটনাস্থল থেকে আগে ঘুরে এসেছেন। আবার অনেকে গিয়ে এখন নিখোঁজ। ঝাড়গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য এখনও নিখোঁজ রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৩৮ জনের মৃতদেহ পাওয়া গেছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন অনেকেই। গতকাল শুক্রবার ৬ অক্টোবর হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, সিকেমে বন্যার ঘটনায় ভেসে উঠছে মৃতদেহ। প্রতিবেদনে বলা হয়, সিকিমে বড় বিপর্যয় ঘটে গিয়েছে। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অনেকেই। কেউ কেউ বলেন, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা নিয়ে ফিরে এলেন। তিস্তার ভয়ালরূপ আর পাহাড়ের যে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা গিয়েছে তা সহজে ভোলার নয়। আর এই মেঘভাঙা বৃষ্টি এবং প্রকৃতির ভয়াবহতায় স্বাক্ষী হলেন তারা। অন্যদিকে বিপর্যস্ত সিকিমে সময় যত গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ধ্বংসের ছবি। চারিদিকে শুধুই হাহাকার। বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আতঙ্ক। ২৪ ঘণ্টা পরেও নামছে ধস। আর তার জেরে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক রাস্তা। চরম প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী খরস্রোতা তিস্তায় চলছে উদ্ধারকাজ।
সেনাবাহিনীর ক্যাপ ভেসে গিয়ে ২৩ জন সৈন্য নিখোঁজ হয়েছেন। তাদের কারও মৃতদেহ এদের মধ্যে আছে কিনা তা জানা যায়নি। সিকিম প্রশাসন বলছে, বিপর্যয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।