বন্যায় বসত ঘর হারানো সবাইকে সহায়তা প্রদান করা হবে

সাতকানিয়ায় ঢেউটিন বিতরণে এমপি নজরুল

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বন্যায় বসত ঘর হারানো সবাইকে সহায়তা প্রদান করা হবে। যেখানে দুর্যোগ দুর্বিপাক, সেখানে আওয়ামী লীগ। জনগণের সেবা করাটাই আওয়ামী লীগের মূল কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যার শুরু থেকে দলের সকল স্তরের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্রাণ সামগ্রী কাঁধে নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তিনি গত রোববার সাতকানিয়ার কালিয়াইশ ও ধর্মপুরে বন্যায় বসত ঘর হারানো মানুষকে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল হোসাইন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, আ ফ ম মাহবুবুল হক সিকদার, মো. সেলিম উদ্দিন, আ ন ম সেলিম ও আবু ছালেহ।

পূর্ববর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধএকই দিনে চাচাতো জেঠাতো ভাইয়ের মৃত্যু