বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ

| শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত চট্টগ্রাম। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের নেতৃত্বে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাহিন, লালমাই উপজেলার ডা: জুয়েল ও ডা: শামীমের নিকট জীবন রক্ষাকারী প্রয়োজনীয় জিনিস হস্তান্তর করা হয়। এ সময় লালমাই উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই উপজেলার সামাজিক সংগঠক খন্দকার মোস্তাক আহমেদ, শাহ আলম, আহসান উল্ল্যাহ, জামাল ইঞ্জিনিয়ার, সোলায়মান হোসেন, মাসুম বিল্লাহ্‌, ব্যবসায়ী আসিফ আহমেদ রানা ও চট্টগ্রামের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধি মোর্শেদ আলম শিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় লালমাই ও লাকসামের বিভিন্ন স্থানে জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী ও চাল, ডাল, তেল, ডাল প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কর্ণফুলীতে ধসে পড়ছে নদীরক্ষা ব্লক