স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলো দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশের লাখ লাখ মানুষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এসব উপজেলার প্রত্যন্ত জনপদ। বন্যার পানি কমলেও ক্ষতি কমেনি বন্যাদুর্গত মানুষের।
সাতকানিয়ার চরতি ইউনিয়নে গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ করে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের আর্থিক অনুদানে বন্যায় ক্ষতিগ্রস্তদের নিকট এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। সাতকানিয়ার চরতি ইউনিয়নের ৮টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ, জীবন মাহমুদ, সাফায়েত রায়হান শিহাব, মইন উদ্দিন জনি, ফজল করিম, শাহাজাহান সিরাজ, শাহাজান চৌধুরী, সদস্য শাহাদাত হোসেন, জাহাঙ্গীর রেজা, ওমর ফারুক, ইমরান হোসেন, চন্দনাইশ শাখার সদস্য মো. শফিক, মো. জরিদ। প্রেস বিজ্ঞপ্তি।












