আনজুমানে খোদ্দামুল মুসলেমিন দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সামপ্রতিক প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ১২ সেপ্টেম্বর পটিয়াস্থ দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। তিনি বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলায় সামপ্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনো অনেক গরিব পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই। ফলে তারা অবর্ণনীয় দুঃখ–কষ্ট দুর্দশায় দিন যাপন করছে। তাই বন্যায় সহায় সম্পদ ও ঘরবাড়িহারা মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করতে হবে। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন ও মুহাম্মদ আব্দুল মতিনসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।