বন্যাপরবর্তী পুনর্বাসন জরুরি

| মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ঢাকাচট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ফটিকছড়ি, হাটহাজারীসহ দেশের নানা অঞ্চল প্লাবিত হয়। বন্যাকবলিত পরিবারগুলোর জীবন প্রায় অচল অবস্থায় নেমে এসেছে। জানা যায় এসব অঞ্চলে এবারের মতো এত পানি কখনও উঠেনি। টানা বর্ষণে চারদিকে পানিতে থৈ থৈ করছে, বন্যাকবলিত এলাকার জনজীবন বিপর্যস্ত। ঘরবাড়ি, পোল্ট্রী ফার্ম, মাছের খামারসহ সব পানিতে বিলীন, অনেকের বাড়িঘরের অস্তিত্ব নিশানা পর্যন্ত নেই। নিজ আত্মীয় কিংবা নিরাপদ আশ্রয়ে ঘর ছেড়েছেন হাজার হাজার পরিবার। বন্যার খবর পেয়ে অনেকেই নিজ নিজ জায়গা থেকে নানা স্বেচ্ছাসেবী সংগঠন তাৎক্ষণিক ত্রাণ ও বোট নিয়ে সহায়তার হাত বাড়িয়েছেন। কিন্তু বন্যাপরবর্তী এসব ক্ষতিগ্রস্ত পরিবারের স্থায়ী পুনর্বাসন না করলে তারা এই ক্ষতি পোষাতে পারবে বলে মনে হয় না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের প্রতি অনুরোধ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা নিতান্তই জরুরি বলে মনে করছি।

আলতাফ হোসেন হৃদয় খান

পাঁচলাইশ ৩নং ওয়ার্ড,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকাজী নজরুল ইসলাম : প্রেম ও দ্রোহের কবি
পরবর্তী নিবন্ধবন্দিনী কাঁদে