আমাদের দেশে সংকটময় মুহূর্তে একটি সবচেয়ে বড় বন্যা দেখা দিয়েছে, তাই বন্যা দুর্গত এলাকায় সাহায্যের জন্য আমার মতামত তুলে ধরলাম বাংলাদেশের সমস্ত নাগরিকের প্রতিটি ব্যাংক মালিকানা থেকে একটি বড় এমাউন্ট এবং সর্বসাধারণ জনগণের একাউন্ট থেকে শ্রেণিভেদে সর্বনিম্ন ২০/৫০ টাকা, এবং মোবাইল ও বিদ্যুৎ বিল থেকে ১০/২০ টাকা রেলের টিকিটের সাথে এক সপ্তাহ ব্যাপী ১০/২০ টাকা সংযোজন সমস্ত সরকারি কর্মচারীদের থেকে গ্রেট অনুযায়ী সর্বনিম্ন ২০/৫০ টাকা এবং সমস্ত মোবাইল কোম্পানী ও অপারেটর থেকে একটা ফান্ড এবং যেই সমস্ত প্রতিষ্ঠান আধা সরকারি কর্মকর্তাদের থেকে শ্রেণিভেদে ১০/২০ টাকা সংগ্রহ করা এবং দেশের সবচেয়ে আলোচিত পাগলা মসজিদের তিন মাস পর পর একটা বড় ফান্ড পাওয়া যায় যদি ধর্মীয় কোনো বিধি নিষেধ না থাকে সেখান থেকে ফান্ড সংগ্রহ করা যেতে পারে, এবং দেশের আরও যেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠান থেকে সরকারিভাবে একটা টাকা নিলে দেশের নাগরিকদের আপত্তি থাকবে বলে আমার মনে হয় না, আমাদের দেশের জনগণ ইতিমধ্যে দলবেঁধে যেভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেখছি তাতে এ বিষয়ে কারো আপত্তি থাকার কথা নয় বিশেষ করে তরুণ ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম ও আপমর জনগণ।
আমি একটা উদাহরণ দিলাম মাত্র টাকার পরিমাণটা কম বেশি হতে পারে এটা আমার ব্যক্তিগত অভিমত। বন্যাদুর্গতদের সহযোগিতার জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন।
মো. জাকির হোসেন
চট্টগ্রাম।