বন্যাদুর্গতদের মাঝে লেডিস ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সাম্প্রতিক জলাবদ্ধতা এবং বৃহত্তর চট্টগ্রামে হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা এবং দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে সম্প্রতি দুই সপ্তাহব্যাপী বিভিন্নরকম খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন এবং চট্টগ্রাম লেডিস ক্লাবের যৌথ উদ্যোগে সাতকানিয়া উপজেলার তিনটি এলাকা বাজালিয়া, কালিয়াইশ ৯ নম্বর ওয়ার্ড আর খাগরিয়া ১৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিঁয়াজ, লবণ, চিড়া, বিস্কিট, মোমবাতি ইত্যাদি তুলে দেওয়া হয়। চট্টগ্রাম লেডিস ক্লাবের পক্ষে ফান্ড সংগ্রহ করেন সভানেত্রী খালেদা আউয়াল, সম্পাদিকা বোরহানা কবির এবং প্রাক্তন সভানেত্রী জিনাত আজম। এছাড়াও অঙ্গীকার বাংলাদেশ টিম সাতকানিয়ার পাশাপাশি পেকুয়ার আন্ধাপাড়া, চকরিয়ার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এবং মরংঘোনার বানভাসি দুর্দশাগ্রস্ত ৪০০ পরিবারের জন্য ৮ পদের শুকনো বাজারের প্যাকেট বিতরণ করে। সংগঠনের পক্ষ থেকে বন্যা পরবর্তী পুর্নবাসনের প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সভাপতি আতিক খান। ত্রাণ বিতরণে অংশ নিয়েছেন অঙ্গীকার বাংলাদেশের সভাপতি আতিক খান, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন ডেনিম, মোস্তফা আকবর চৌধুরী, রিফাত, আকাশ, জাবেদ, শহীদুল ইসলাম সাগর, ওয়াসিম আকরাম, শাহরিয়ার জয়, মনিরুল ইসলাম, ইমতিয়াজ, সাকিন, জাওয়াদ, ইনান, অপু, জাকিয়া, মুনা, শাহরিয়ার, নাদিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ২দিনব্যাপী সাহিত্য ও বই মেলার উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১’শ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন ডা. রাব্বি