বন্যহাতি হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যহাতি হত্যার প্রতিবাদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সুরক্ষার দাবিতে চবিতে শহীদ মিনার প্রাঙ্গণে বন্যপ্রাণী সংরক্ষণ পরিষদ, চবির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ মাসে শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজারে নির্মমভাবে ১৬টি বন্যহাতি হত্যা করা হয়েছে। বন্যপ্রাণী সর্বদাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কিছু স্বার্থলোভী ও চোরাকারবারি বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে হাতি হত্যায় মেতেছে। আবার তারা মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এসব প্রাণী হত্যার দায় কোনভাবেই স্থানীয় প্রশাসন এড়াতে পারেন না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
চবি শিক্ষার্থী শহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, বণ ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম রায়হান সরকার, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী, ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম ও আককাছ আহমদ।

পূর্ববর্তী নিবন্ধখাবার নিয়ে এতিমদের পাশে মমতাজ চৌধুরী ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধসিপিবি চট্টগ্রাম হোটেল শ্রমিক শাখার সম্মেলন