খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা দলছুট একটি বন্যহাতি পায়ের তলায় পিষ্ট করে মেরেছে এক ব্যক্তিকে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার আবাসন প্রকল্পের কাছে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম হাফেজ মো. সাইফুল ইসলাম (৫০)। তিনি ওই এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র। গতকাল সকালে স্থানীয় লোকজন ধানি জমির পাশে মরদেহ দেখতে পায়।
এর পর বনবিভাগ ও পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল সোমবার ভোরে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে কক্সবাজার উত্তর বন বিভাগের নলবিলা বিটের পাহাড় সংলগ্ন সমতলের ধানি জমির পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের স্থানীয় মো. ইলিয়াস সাঈদী জানান, ধানক্ষেত পাহারা দেওয়ার সময় সাইফুলকে পায়ের তলায় পিষ্ট করে মারে দলছুট একটি বন্যহাতি।
কক্সবাজার উত্তর বনবিভাগের নলবিলা ফরেস্ট কাম চেক স্টেশনের কর্মকর্তা অবনী কুমার রায় নিশ্চিত করেছেন দলছুট বন্যহাতির আক্রমণে সাইফুল ইসলাম নিহত হওয়ার বিষয়টি। তিনি জানান- নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
বনবিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে জানান তিনি।