বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার পেল অনুদান

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ১ লক্ষ ৭০ হাজার টাকার সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গতকাল সোমবার বাঁশখালী ইকোপার্কের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাহারছড়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা দিপান্বিতা ভট্টাচার্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান বেগম প্রমুখ। এ সময় বন্যহাতির আক্রমণে নিহত পুইছড়ি ইউনিয়নের জহুর লাল দেবের পরিবারকে ১লক্ষ টাকার চেকসহ সরল ইউনিয়নের আহত মোহাম্মদ শাহ্‌ আলম চৌধুরীর পরিবারকে ৫০ হাজার টাকার চেক, ক্ষতিগ্রস্ত পুকুরিয়া ইউনিয়নের এয়াকুব আলীকে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে প্রথম বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা শুরু করেন। এই ধারাবাহিকতা আজও চলমান। এসময় বক্তারা হাতি বা বন্য প্রাণী চলাচলের রাস্তায় বসতি স্থাপন না করার আহবান জানিয়ে বলেন, অনেক সময় হাতি তাদের খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে বাড়ি ঘরে হামলা চালায়। বন্যপ্রাণীর চলাচলের রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বন্যহাতির কারণে আহত বা নিহত হলে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলে অবশ্যই সরকারি সহযোগিতা পাবেন তারা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে প্রভাষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপূর্ব আমুচিয়ায় মাইজভাণ্ডারী ভক্ত সম্মেলন