বন্ধ হচ্ছে আজ থেকে পুনরায় শুরু ঈদের পর

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ মে, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি আজ রোববার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তবে ঈদের পর এই কর্মসূচি আবার চালু হবে বলে জানিয়েছেন টিসিবি চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা। করোনাকালীন সাধারণ মানুষের জন্য সরকার টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু করেছিল। প্রথমে নগরীতে ২০টি ট্রাকে পণ্য বিক্রি শুরু হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের আগে থেকে ট্রাকের সংখ্যা আরও বাড়ানো হয়। রমজানের শুরুতে ট্রাকের সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হয়।
শুরুতে চিনি, মশুর ডাল ও তেল বিক্রি শুরু করলেও পরে যুক্ত হয় পেঁয়াজ। রমজানের শুরুতে এর সাথে যুক্ত হয় ছোলা ও খেজুর। টিসিবির প্রতিটি পণ্য বাজারমূল্য থেকে অনেক কম। এই কারণে টিসিবির পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদা বেশি ছিল।
এ ব্যাপারে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ আজাদীকে বলেন, ১৫ রমজানের পর থেকে আর কেউ ছোলা নিতে চায় না। তাই ছোলা বিক্রি বন্ধ হয়ে গেছে। খেজুর বিক্রিও বন্ধ হয়ে গেছে। খেজুরের এখন আর চাহিদা নেই। পেঁয়াজ বিক্রিও আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বাইরের যে পেঁয়াজ বিক্রি করি ক্রেতারা এই পেঁয়াজ কিনে না। ক্রেতাদের চাহিদা হচ্ছে দেশি পেঁয়াজ।
তিনি বলেন, এখন শুধু চিনি, মশুর ডাল ও তেল বিক্রি হচ্ছে। এই তিনটির চাহিদা বেশি। রোববার (আজ) থেকে খোলা ট্রাকে পণ্য বিক্রি বন্ধ হয়ে গেলেও ঈদের পর আবার চালু হবে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।
কঠোর লকডাউনের মাঝেও চালু ছিল ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি। লকডাউনে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে নিত্যপণ্য ক্রয় করতে পারে এজন্য পণ্য বিক্রি সচল রেখেছিল সরকার। একজন ক্রেতা ৫৫ টাকা দরে ২-৩ কেজি চিনি, ৫৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১০০ টাকা দরে ২-৪ লিটার সয়াবিন কিনতে পেরেছেন টিসিবির খোলা ট্রাক থেকে, যা খুচরা বাজার থেকে ১০-৩৫ টাকা কম।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ক্রিস্টাল মেথ ও ১৪ হাজার ইয়াবাসহ আটক ১
পরবর্তী নিবন্ধরেলওয়ে পূর্বাঞ্চল কর্মকর্তা গ্রেপ্তার