বন্ধ রাখতে হবে মোটরসাইকেলে রাইড শেয়ারিং

আজাদী অনলাইন | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৯:৫৪ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আজ বুধবার (৩১ মার্চ) এক চিঠিতে রাইড শেয়ারিং সেবার কোম্পানিগুলোকে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিডিনিউজ
পাশাপাশি অন্যান্য মোটরযানে রাইড শেয়ারিং সেবার ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে গত বছরের মার্চের শেষে সব যানবাহনের মতো রাইড শেয়ারিং সেবাও বন্ধ রাখা হয়েছিল। ৩১ মে’র পর বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হলেও রাইড শেয়ারিং সেবা শুরুর অনুমতি দেওয়া হয়েছিল আরও পরে।
এ বছর মার্চ থেকে আবার সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ জারি করল সরকার।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা আসছে খুব শীঘ্রই
পরবর্তী নিবন্ধপক্ষাঘাতগ্রস্ত হয়ে ওমানে অসহায় রেমিট্যান্স যোদ্ধা ইব্রাহিম