চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধ তিন জোড়া শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২-৩ দিনের মধ্যে পূর্বের ন্যায় ৮ জোড়া শার্টল ট্রেন চলাচলের কথা জানিয়েছেন ডিআরএম প্রকৌশলী আবুল কালাম চৌধুরী।
দীর্ঘদিন ধরে বন্ধ ৩ জোড়া শাটল ট্রেন চালুর দাবিতে গত ২৭ ফেব্রুয়ারি চবির মূল ফটকে তালা দেন শিক্ষার্থীরা। পরে প্রক্টরের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান-সম্বলিত প্ল্যাকার্ড হাতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ আছে। সশরীরে ক্লাস চালু হলেও এখনো সবগুলো শাটল চালু হয়নি। ফলে ক্যাম্পাসে যাতায়াতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত ২৬ জানুয়ারি থেকে মাইলেজ ইস্যুতে কর্মবিরতিতে যান রেলের লোকোমাস্টাররা। এতে সারাদেশের রেল যোগাযোগ স্থবির হয়ে পড়ে। লোকোমাস্টার সংকটে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে দুদিনের মাথায় লোকোমাস্টাররা আন্দোলন স্থগিত করলে ফের স্বাভাবিক হয়ে যায় সারাদেশের রেল যোগাযোগ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধ শাটল ট্রেন চালু হয়নি এক মাস পরও।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী আবুল কালাম চৌধুরী আজাদীকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ফতেয়াবাদ স্টেশনের প্লাটফর্ম উঁচু করার কাজ চলছে। এজন্য শার্টল ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। এখন ৫ জোড়া শার্টল ট্রেন চলাচল করছে। এর মধ্যে ফতেয়াবাদ স্টেশনের প্লাটফর্মের একপাশের কাজ শেষ হয়েছে। আগামী ২/৩দিনের মধ্যে ৮ জোড়া ট্রেন আমরা চালাবো।