বন্ধ ঘরে যুবকের লাশ

হাটহাজারী প্রতিনিধি  | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রিন্স আবু (৩০) নামে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার পশু হাসপাতাল সড়কের রাজা মিয়া কন্সট্রাক্টর ভবনের ৩য় তলা থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। আবু উপজেলার নন্দীরহাট এলাকার আবু জহুরের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভবনের উপরের কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় ভবনের লোকজন ৯৯৯ এ কল দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে কক্ষের জানালা ভেঙে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। নিহতের পিতা আবু জহুর বলেন, ৮ মাস আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। প্রথম চারদিন ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু গত চারদিন ধরে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। কি কারণে কি হয়ে গেল বুঝতে পারছি না। থানার উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ১৫০ স্কুলে স্টুডেন্ট কাউন্সিল ভোট
পরবর্তী নিবন্ধসরফভাটা সিকদারপাড়া সড়কের উদ্বোধন