বন্ধ ক্যাম্পাসে হলের সিট নিয়ে ছাত্রলীগের দ্বন্দ্ব

চবি প্রতিনিধি | শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

আবাসিক হলে সিট দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। বিবদমান গ্রুপ দুটি হলো শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ভিএক্স ও একাকার। এ ঘটনায় আহতরা হলেন একাকার গ্রুপের অনুসারী ২০১৯-২০ সেশনের মো. সাব্বির ও একই সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী সীমান্ত।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের একটি কক্ষ দখল নিয়ে বিবাদে জড়িয়ে দুই গ্রুপের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সোহরাওয়ার্দী হলে থাকা একাকার গ্রুপের দুই কর্মীকে মারধর করে ভিএক্স গ্রুপের অনুসারী কর্মীরা। এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে সিট দখলকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার অভিযোগ উঠেছে। এসময় তাৎক্ষণিক প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে বিষয়টি মিমাংসা করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় আজাদীকে বলেন, একাকারের জুনিয়র একজনের সাথে আমাদের একজনের একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে হাতাহাতিও হয়েছে। রাতেই প্রক্টর স্যারসহ বিষয়টি সমাধান করা হয়েছে। সিট নিয়ে কোনো ঝামেলা হয়নি।
একাকার গ্রুপের নেতা সালেহ আকরাম বাপ্পি আজাদীকে বলেন, এফ রহমান হলের একটি সিট জুনিয়রদের ঝামেলা হয়েছিল। সিনিয়ররা কথা বলে সেটা সমাধান করেছে। তবু রাত বারোটার পর ঘুমন্ত অবস্থায় আমাদের দুই কর্মীকে মেরেছে তারা। আমরা রবিবার প্রশাসনকে লিখিত অভিযোগ দেব। মামলাও হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, রাতে শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে প্রক্টরিয়াল বডি গিয়ে বিষয়টি সমাধান করেছে। আহতদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএবারও ইসি গঠনে আইন করার সম্ভাবনা নেই
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ ফিরিয়ে আনছে তালেবান