বন্ধ করে দেওয়া হলো রোয়াজারহাট পশুর বাজার

ইজারাদারকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় রোয়াজারহাটের পশুর বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বাজারটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইজারাদারকে ৩ হাজার টাকা জরিমানাও করা হয়। গতকাল সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী এ অভিযান চালান। অভিযানে র‌্যাব-৭ এর সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি রোয়াজারহাট বাজারে অভিযান চালানো হয়। ওই সময় বাজারটি বন্ধ এবং এর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা নির্দিষ্ট সময়ের বাইরে বাজার খোলা রাখছিলেন। সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। খবর পেয়ে অভিযান চালিয়ে বাজারটি বন্ধ করে দেওয়াসহ জরিমানা করা হয়। এদিকে লকডাউনের ১২তম দিনেও রাঙ্গুনিয়ায় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতনতা দেখা যাচ্ছে না। এতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গতকাল একদিনে ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ জন। এ নিয়ে রাঙ্গুনিয়ায় ৭১০ জনের দেহে করোনা শনাক্ত হলো। মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

পূর্ববর্তী নিবন্ধলকডাউন মানতে বলায় পুলিশের উপর হামলা
পরবর্তী নিবন্ধবলিরহাটে র‌্যাবের উপর হামলাকারী ৪ জন গ্রেপ্তার