নগরীর আরো একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। গতকাল পরিদর্শনে গিয়ে সদরঘাট রোডের হেলথ প্লাস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার নামের ওই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন আজাদীকে বলেন, প্রতিষ্ঠানটির কোন অনুমোদন ছিল না। লাইসেন্সের জন্য আবেদনও করেনি। বলতে গেলে অবৈধ ভাবে কার্যক্রম চালাচ্ছিল। তাই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তবে এদিন আরো দুটি ল্যাব পরিদর্শন করে সন্তোষজনক অবস্থা পাওয়া গেছে।
এদিকে, যথাযথ কাগজপত্র জমা দেয়ায় আগে বন্ধের নির্দেশ দেয়া চট্টেশ্বরী সড়কের কসমোপলিটন হসপিটালকে পুনরায় রোগী ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি দেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। গত শনিবার পরিদর্শন শেষে হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল।