বন্ধু মানে বয়স নয়
বন্ধু মানে মন,
বন্ধু মানে ছুটে চলা
একটু একটু ক্ষণ।
বন্ধু মানে মাসি, মেসো,
দাদা, দিদি সবাই মিলে হাসো,
বন্ধু মানে কাঁধের উপর কাঁধ
বন্ধু মানে একটু একটু ভালোবাসার স্বাদ।
বন্ধু মানে মনের গভীর নেশা
বন্ধু মানে নয়তো হালকা হালকা মেলামেশা,
বন্ধু মানে হৃদয় কোণে একটুখানি চিনচিন,
বন্ধু মানে হৃদয়টাকে ভাগ করে নেওয়া প্রতিদিন।
বন্ধু মানেই হাত ধরা নয় –
বন্ধু মানে মনের ভিতর মন ধরা,
বন্ধু মানে বিপদ–আপদে
একে অপরের সাথে আপস করা।












