বন্ধু

আবু মুসা চৌধুরী | বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

তবু আত্মময় কিছু সার্কসের ভাঁড়

আমার একেলা দেশে যদিও কতেক

বদ্ধমূল

তবুও নিঝাপ থেকে ছিঁড়ে নেয়

ক’প্রস্থ গোপন চুল

কেটে দেয় আচম্বিতে ফুলন্ত গাছের গোড়া,

তারপর অমায়িক সুন্দরসহাস্যে

গুঁজে দেয় আন্তরিক ধুতুরার তোড়া;

মধু বা মদিরা প্রেম ও হিংস্রতাও,

যা কিছু, যতোটা প্রাপণীয় আঁজলা ভরে

ঠোঁটে তুলে নাও….

পূর্ববর্তী নিবন্ধতোমায় নিয়ে টক শো হবে
পরবর্তী নিবন্ধমায়ের ভাষা