বন্ধু মানেই নতুন দিগন্ত

বিশ্ব বন্ধু দিবস আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

বন্ধুত্ব মানে শুধু হাসি, গান বা আড্ডা নয়; বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকার এক নীরব প্রতিশ্রুতি। বন্ধুত্ব মানে কোনো নির্দিষ্ট ছাঁচে বাঁধা সম্পর্ক নয়। এটি সময়ের সঙ্গে বদলায় নানা রূপে। স্কুলকলেজের দিনগুলোতে যে বন্ধুর সঙ্গে টিফিন ভাগ করা হয়, সেই বন্ধুর সঙ্গে হয়তো কর্মজীবনে নতুন করে বন্ধুত্ব গড়ে উঠে। আবার নতুন শহরে এসে যার সঙ্গে পরিচয়, সেও হয়ে উঠতে পারে প্রাণের বন্ধু। বন্ধুত্ব বয়সের সীমা মানে না, মানে না ভাষার সীমাবদ্ধতা। বন্ধুত্বের হাতছানিতে সাড়া দিয়ে আমরা এক নতুন দিগন্তের সন্ধান পাই।

বন্ধুত্বের এই গভীর বন্ধনকে উদযাপন করতে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার পালিত হয় বিশ্ব বন্ধু দিবস। এটি যেন শুধু একটি দিন নয়, বরং বন্ধুর প্রতি সবার ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

জীবনে বন্ধুর গুরুত্ব অপরিসীম। চলার পথে যখন কেউ হোঁচট খায়, তখন বন্ধুর একটি সান্ত্বনার কথাই হতে পারে তার জীবনে ঘুরে দাঁড়ানোর শক্তি। বন্ধুত্বের সম্পর্ক হলো এক নির্ভরতার জায়গা, যেখানে নির্দ্বিধায় নিজেদের সুখদুঃখ ভাগ করা যায়। একজন ভালো বন্ধু জীবনের পথপ্রদর্শক হিসেবে কাজ করে, ভুল ধরিয়ে দেয় এবং সঠিক পথে চলতে সাহায্য করে। আজকের আধুনিক যুগে বন্ধুত্বেও এসেছে নতুন মাত্রা। এখন আর বন্ধু মানে শুধু সেই ব্যক্তি নয়, যার সঙ্গে সামনাসামনি দেখা হয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভৌগোলিক দূরত্ব এখন কোনো বাধা নয়। হাজার মাইল দূরে থেকেও আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গড়ে ওঠা এই বন্ধুত্ব আমাদের জীবনে এক নতুন আনন্দ নিয়ে আসে।

বিশ্ব বন্ধু দিবস মনে করিয়ে দেয় বন্ধুত্বের আসল অর্থ। এটি সুযোগ দেয় পুরোনো বন্ধুদের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন করার এবং নতুন বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার। বছরের সব দিনগুলোই বন্ধুদের দিন। তাও একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব উদযাপনের জন্য। সর্বপ্রথম ১৯৫৮ সালের ২০ জুলাই বিশ্বব্যাপী বন্ধুত্ব দিবস পালনের চিন্তা ডা. র্যামন আর্টেমিও ব্রাকোর মাথায় আসে। প্যারাগুয়ে শহরের পুয়ের্তো পিনাস্কোয়ে নিজের বন্ধুদের সঙ্গে নৈশভোজে বসেছিলেন তিনি। তখনই বন্ধুদের সঙ্গে মিলে গড়ে তোলেন মেরি গ্রুপ ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড। ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডের পক্ষ থেকেই প্রথম ১৯৫৮ সালের ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের প্রস্তাব উত্থাপিত হয়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও এরপর ছড়িয়ে যায় দিবসটি। বন্ধু দিবসে বন্ধুদের ফুল, কার্ড ইত্যাদি উপহার দিয়ে বন্ধুদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা হয়। একেক দেশে একেক তারিখে বন্ধু দিবস পালিত হয়। বাংলাদেশে আগস্টের প্রথম রোববার এ দিবসটি পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভিন্ন কৌশলে রাউজান বিএনপির বিবদমান দুই পক্ষ
পরবর্তী নিবন্ধজাহাজের সংখ্যা কমানোর সিদ্ধান্তের ব্যাপারে যা বলছে বন্দর কর্তৃপক্ষ